ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর-আগুন
![ধানমন্ডি](https://citizenjournal24.com/resources/img/article/202502/Poster_-_2025-02-05T221120.335_-1051011.jpg?v=1.1)
পূর্ব ঘোষণা অনুযায়ী রাত ৯টায় জড়ো হওয়ার কথা থাকলেও সন্ধ্যার পর থেকেই ছাত্র-জনতার ঢল নেমেছে ধানমন্ডি ৩২ নম্বরে। সেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গবন্ধুর বাড়িতে ঢুকে যায় ছাত্র-জনতা। এ সময় বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে ফেলে এরপর বাড়িটিতে আগুন দেওয়া হয়।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডি ৩২ এলাকায় সরেজমিনে এই চিত্র দেখা গেছে। এমনিক রাত সাড়ে আটটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজারও ছাত্র-জনতার মিছিল আসতে দেখা যায়।
সন্ধ্যার আগে থেকেই ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশে জড়ো হতে থাকে। পরে রাত ৮টার দিকে তাদের ঢল নামে। এসময়ই কেউ কেউ হাতে থাকা লাঠিসোঁটা ও হাতুড়ি দিয়ে ভাঙচুর শুরু করে দেয়। এমনকি এসময় ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো; অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, শেখ হাসিনার বিচার চাই, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ফ্যাসিবাদের আস্তানা’ ইত্যাদি স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ খবর পাওয়ার পরপরই বিকেলে বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ করেছিল উত্তেজিত জনতা।