শাহরুখের ভিডিও ফাঁস হতেই তোলপাড়
বলিউডের কিংবদন্তি অভিনেতা শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’ ঘিরে ভক্তদের আগ্রহ আরও তুঙ্গে উঠেছে। সম্প্রতি শুটিং সেট থেকে একটি ভিডিও ফাঁস হওয়ার পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সেখানে দেখা যায়, স্যুট পরিহিত এক ব্যক্তি হাতে তলোয়ার নিয়ে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। দৃশ্যটি দেখেই নেটিজেনদের অনুমান—তিনি আর কেউ নন, স্বয়ং শাহরুখ খান।
সামাজিক মাধ্যমে শাহরুখের এক ভক্তমহলের গ্রুপে ভিডিওটি পোস্ট করে একজন লিখেছেন, ‘কিং’-এর অ্যাকশন দৃশ্য ফাঁস! অনুমান করুন, এই ব্যক্তি কে?’ মুহূর্তের মধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়ে।
অনেকে উচ্ছ্বসিত হলেও কেউ কেউ প্রশ্ন তুলেছেন ভিডিওটি আসল নাকি এআই দিয়ে তৈরি। যদিও এখনও পর্যন্ত শাহরুখ খান বা ছবির নির্মাতারা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি।
এদিকে ‘কিং’-এর কোনো পোস্টার বা ট্রেলারও প্রকাশ পায়নি। তবে অনুমান করা হচ্ছে, আগামী ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিনে ছবিটির প্রথম প্রচারমূলক কিছু একটা হতে পারে।
‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এর আগে শাহরুখের সঙ্গে তার কাজ করা ‘পাঠান’ এবং ‘জওয়ান’ বিশাল সাফল্য পায়। নতুন ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, অভিষেক বচ্চন ও শাহরুখের মেয়ে সুহানাকে। দীর্ঘ বিরতির পর শাহরুখকে নতুন ছবিতে দেখার অপেক্ষায় এখন বলিউডভক্তরা।