ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ৯২৮

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ০৫:৩১ PM

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২৮ জন রোগী।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে ভর্তি হয়েছেন ৯২৮ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে (উত্তর সিটি ২০৩ ও দক্ষিণ সিটি ১৪২) ভর্তি হয়েছেন ৩৪৫ জন। রাজধানীর বাইরে ভর্তি হয়েছেন ৫৮৩ জন রোগী।

বিভাগভিত্তিক আক্রান্তের সংখ্যা: বরিশালে ১২০, চট্টগ্রামে ৮৮, ঢাকার সিটি ছাড়া এলাকায় ১৯৪, খুলনায় ৪৬, ময়মনসিংহে ৫৬, রাজশাহীতে ৬৩, রংপুরে ১৩ এবং সিলেটে ভর্তি হয়েছেন ৩ জন।

এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৮২ জন রোগী। চলতি বছর এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৬৬ হাজার ২৩৪ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ হাজার ৩৫৬ জন এবং মৃত্যু হয়েছে ২৭৮ জনের।

গত বছর (২০২৪ সালে) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন। ২০২৩ সালে এই সংখ্যা ছিল আরও বেশি— আক্রান্ত তিন লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু এক হাজার ৭০৫ জন।

বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার পরিবর্তন ও দীর্ঘ বর্ষায় ডেঙ্গু পরিস্থিতি এখনো ঝুঁকিপূর্ণ। তারা ঘর–বাড়িতে জমে থাকা স্বচ্ছ পানিতে মশার প্রজনন ঠেকাতে নিয়মিত পরিচ্ছন্নতার ওপর জোর দিচ্ছেন।