আগে চা, পরে লাঞ্চ—গুয়াহাটিতে টেস্টে বদলে যাচ্ছে শতবর্ষের রীতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক   নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ০৭:২৫ PM

টস, সকালবেলার সেশন, তারপর মধ্যাহ্নভোজ আর দিনের শেষে চা পানের বিরতি—টেস্ট ক্রিকেটে দীর্ঘদিনের এই ছকে এবার বদল আনছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দ্বিতীয় টেস্টে নতুন সূচি কার্যকর করতে যাচ্ছে বিসিসিআই, যেখানে প্রথমেই থাকছে চা বিরতি, তারপর লাঞ্চ।

নতুন সময়সূচি অনুযায়ী, গুয়াহাটিতে ম্যাচ শুরু হবে সকাল ৯টায়। টস হবে ৮টা ৩০ মিনিটে। প্রথম সেশন চলবে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত। এরপর ২০ মিনিটের চা বিরতি। দ্বিতীয় সেশন হবে ১১টা ২০ থেকে দুপুর ১টা ২০ পর্যন্ত, এরপর মধ্যাহ্নভোজের বিরতি। শেষ সেশন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

অসামের রাজধানী গুয়াহাটি ভারতের পূর্ব প্রান্তে হওয়ায় নভেম্বরের শেষ দিকে সূর্যাস্ত হয় তুলনামূলক আগে। আলোর ঘাটতিতে ওভার নষ্টের শঙ্কা থেকে দ্রুত ম্যাচ শুরু করার পাশাপাশি বিরতির ক্রম-বদল করেছে বোর্ড।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘গুয়াহাটিতে আলো একটু আগেই কমে যায়। তাই যতটা সম্ভব খেলার সময় ধরে রাখতে চা বিরতি আগে রাখা হয়েছে।’

ভারতে সাধারণত টেস্ট ম্যাচ শুরু হয় সকাল ৯টা ৩০ মিনিটে। দুপুর ১২টার দিকে লাঞ্চ এবং বিকেলের দিকে চা বিরতি থাকে। এবারই প্রথম এই ধারার ব্যতিক্রম ঘটাচ্ছে ভারত। ঘরোয়া ক্রিকেটেও রঞ্জি ট্রফিতে আলোর কারণে এমন সূচি পরিবর্তনের উদাহরণ আছে।