আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দনার 'থামা' এক সপ্তাহেই শতকোটি ক্লাবে

ম্যাডক হরর কমেডি ইউনিভার্স ছুঁল ১০০০ কোটির মাইলফলক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক   নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ০৫:৫৪ PM

দক্ষিণী অভিনেতা আয়ুষ্মান খুরানা ও জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দনা অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘থামা’ মুক্তির এক সপ্তাহেই বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির পর মাত্র সাত দিনেই ভারতীয় বক্স অফিসে প্রায় ৯৫.৫৫ কোটি টাকা আয় করেছে ছবিটি, আর বিশ্বব্যাপী আয় ছাড়িয়েছে ১৪০ কোটি টাকার গণ্ডি।

গত মঙ্গলবার মুক্তি পায় ‘থামা’। প্রথম দিনেই ছবিটি জমিয়ে আয় করে ২৪ কোটি টাকা, যা এখন পর্যন্ত এর সর্বোচ্চ একদিনের কালেকশন। তবে দ্বিতীয় দিন থেকে আয়ে খানিকটা ভাটা দেখা যায়—দ্বিতীয় দিনে ১৮.৬ কোটি, তৃতীয় দিনে ১৩ কোটি, চতুর্থ দিনে ১০ কোটি টাকা আয় করে ছবিটি। পঞ্চম দিন থেকে আবার কিছুটা গতি ফিরে পায় বক্স অফিসে।

যদিও প্রথম দিনের ঝলক পুরো সপ্তাহজুড়ে টেকেনি, তবুও আয়ুষ্মান খুরানার জন্য এটি বড়সড় সাফল্য। ‘থামা’ তাঁর ক্যারিয়ারের ১২তম শতকোটি আয় করা ছবি হিসেবে যুক্ত হলো তালিকায়।

এদিকে, ‘থামা’র সাফল্যে ম্যাডক হরর কমেডি ইউনিভার্সও ছুঁয়ে ফেলেছে নতুন উচ্চতা। এই ধারার আগের চারটি ছবি—‘স্ত্রী’ (১২৯.৬৭ কোটি), ‘স্ত্রী ২’ (৬২৭.৫০ কোটি), ‘মুঞ্জিয়া’ (১০৭ কোটি) ও ‘ভেড়িয়া’ (৬৫.৮৪ কোটি)—এর সঙ্গে ‘থামা’র ৯৫.৫৫ কোটি যোগ হয়ে ইউনিভার্সের মোট আয় এখন দাঁড়িয়েছে প্রায় ১০২৫ কোটি টাকায়।

তবে এখনো শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ব্লকবাস্টার ‘স্ত্রী’-এর (১৮০ কোটি) রেকর্ড স্পর্শ করতে পারেনি ‘থামা’। তবুও দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসছে ছবিটি, আর আয়ুষ্মান–রাশমিকার জুটিকে দেখা হচ্ছে নতুন বক্স অফিস ম্যাজিক হিসেবে।

মুক্তির দ্বিতীয় সপ্তাহে গতি ধরে রাখতে পারলে, খুব শিগগিরই ১৫০ কোটির ক্লাবে পৌঁছে যাবে ‘থামা’—এমনটাই আশা করছেন ট্রেড বিশ্লেষকেরা।