বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় যা বললেন বাংলাদেশ অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক   নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ০৪:২৮ PM

নারী ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে বাংলাদেশের। টুর্নামেন্টে ৭ ম্যাচ খেলে মোটে ১টি ম্যাচে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে আজ মঙ্গলবার দেশে এসেছে নারী দল।

দেশে ফিরে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জ্যোতি বলেন, 'ব্যক্তিগতভাবে যদি আমি বলি, আমি একদম বলব যে আমি আমার মতো করে ব্যাটিং করতে পারিনি। বলব যে আমার অফ ফর্মটা আসলে দলকে ভুগিয়েছে বেশি। টপ অর্ডারে যখন ব্যাটিং করি, যখন একটা ভালো স্কোর থাকে, কারণ আমি অন্যরকমভাবে ব্যাটিং করতে পছন্দ করি। তো, সেই ক্ষেত্রে সেটা আমি আসলে দলকে দিতে পারিনি।'

'সুপ্তা আপু নিয়মিত রান করেছেন এবং আমি বলব সোবহানা খুব ভালো করেছে। দুই-একটা ম্যাচে ব্যক্তিগত কিছু কিছু ছোট ছোট ক্যামিও ছিল। স্বর্ণা খুব ভালো খেলেছে। ঝিলিক শুরুর দিকটা অনেক ভালো দিয়েছে। তো, এগুলো যদি আমরা আসলে দল হিসেবে যদি আমরা ধারাবাহিক হতে পারি, তখন দেখবেন যে তখন বড় ম্যাচগুলো আসলে জেতা সম্ভব হবে।'-যোগ করেন তিনি।

মারুফার বোলিং নিয়ে হতাশ হয়ে জ্যোতি বলেন, 'মারুফা, আমি বলব যে ও নতুন বলে অনেক বেশি ধারাবাহিক ছিল। কিন্তু মাঝে দুই-একটা ম্যাচে ভালো করতে পারেনি। কিন্তু তারপরেও ওর কাছ থেকে টিম আরও বেশি আশা করে যে তিন থেকে চার ওভার বল করার পরে পাওয়ার প্লে, তারপর হচ্ছে মিডল ওভারে ওকে দিয়ে বোলিং করানোটা কঠিন হয়ে যাচ্ছিল। ছন্দ পাচ্ছিল না। দেখা যাচ্ছে লাইন-লেন্থও ভালো ছিল না এবং আমরা এমন কঠিন মুহূর্তগুলোতে ছিলাম যে আমরা রানও লিক করতে পারতেছিলাম না। যার কারণে ওকে বারবার এনে চেষ্টাও করা যাচ্ছিল না।'