মহাভারত’ ফিরছে এআই রূপে, ট্রেলারে মুগ্ধ দর্শকরা

ভারতে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি হলো পৌরাণিক কাহিনি নির্ভর ধারাবাহিক ‘মহাভারত’। সম্প্রতি প্রকাশিত হয়েছে এই সিরিয়ালের ট্রেলার, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।
ট্রেলারের শুরুতেই দেখা যায় হস্তিনাপুরের রাজা পাণ্ডুর স্ত্রী ও মহাকাব্যের অন্যতম প্রধান নারী চরিত্র কুন্তীকে। এরপর একে একে হাজির হন দ্রৌপদী, অর্জুন, শ্রীকৃষ্ণসহ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র। চরিত্রগুলোর মুখভঙ্গি, চলন ও অভিব্যক্তি এতটাই জীবন্ত যে, তা পুরোপুরি এআই প্রযুক্তিতে তৈরি—এমনটা বিশ্বাস করাই কঠিন।
‘ত্রিলোক’–এর সুরে নির্মিত এই ধারাবাহিকের নাম দেওয়া হয়েছে ‘মহাভারত: এক ধর্মযুদ্ধ’। এতে ন্যায়–অন্যায়, ধর্ম–অধর্মের চিরন্তন সংঘাতকে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী ২ নভেম্বর থেকে প্রতি রোববার বাংলাদেশ সময় সকাল ১১টা ৩০ মিনিটে ভারতের সরকারি টেলিভিশন চ্যানেল দুরদর্শনে নিয়মিত প্রচার হবে সিরিয়ালটি। এটি যৌথভাবে সম্প্রচার করবে সরকারি সংস্থা প্রসার ভারতী এবং কালেক্টিভ মিডিয়া নেটওয়ার্ক।
টেলিভিশনের পাশাপাশি প্রসার ভারতীর নিজস্ব ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে নতুন ‘মহাভারত’। কোনো ধরনের খরচ ছাড়াই দর্শকরা আগামী ২৫ অক্টোবর থেকে ওয়েভস ডিজিটাল প্ল্যাটফর্মে বিনামূল্যে সাবস্ক্রিপশন করে ধারাবাহিকটি দেখতে পারবেন।