‘রামায়ণ’-এ বিভীষণ বিবেক, পারিশ্রমিক ছাড়ছেন ক্যানসার–শিশুদের জন্য
রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ নিয়ে বলিউডে এখন চূড়ান্ত উত্তেজনা। ছবিতে রামের ভূমিকায় আছেন রণবীর, সীতায় সাই পল্লবী আর রাবণ চরিত্রে দক্ষিণের তারকা যশ। আর বিভীষণ হিসেবে দেখা যাবে বিবেক ওবেরয়কে। মুক্তির আগেই ছবিকে ঘিরে নানা আলোচনা, তারই মাঝে জানালেন অভিনয়ের পারিশ্রমিক না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিবেক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘আমি নমিতকে (প্রযোজক নমিত মলহোত্র) বলেছিলাম, এই ছবির জন্য আমার এক টাকাও লাগবে না। ওই টাকা আমি ক্যানসার আক্রান্ত শিশুদের জন্য দান করতে চাই।’
কারণও জানালেন বিবেক। তাঁর ভাষায়, ‘ওরা যে ছবিটা বানাচ্ছে সেটা আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে। আমি মনে করি, এই ছবিটা ভারতীয় সিনেমাকে বিশ্বের দরবারে আরও এক ধাপ উপরে তুলে নেবে। তাই এই যাত্রায় পাশে থাকতে চেয়েছি।’
রামায়ণকে ঘিরে চিরকালীন বিতর্ক—পৌরাণিক না ঐতিহাসিক? সেই প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। ‘অনেকে ভাবে এটা পুরাণ, আমরা বিশ্বাস করি এটি ইতিহাস। এই চরিত্র করতে গিয়ে এক নতুন অভিজ্ঞতা হয়েছে। নতুন একটি দলের সঙ্গে কাজ করে খুব ভালো লাগছে। নমিত, নীতেশ, যশ, রকুলপ্রীত—সবাই অসাধারণ,’ বলেন বিবেক।
ইতিমধ্যেই ছবির প্রথম দফার সম্পাদনা শেষ। শিগগির শুরু হবে ভারী ভিএফএক্সের কাজ। দর্শকের প্রত্যাশা তাই ক্রমেই বাড়ছে—রামায়ণের এই মহাকাব্যিক রূপ কতটা মুগ্ধ করবে বিশ্বকে, এখন অপেক্ষা শুধু পর্দা উন্মোচনের।