অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার নামে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ০২:১৯ PM

যত দিন যাচ্ছে ততই বাড়ছে অনলাইন প্রতারণা। এবার নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইনে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—উপজেলার নিতাই ইউনিয়নের হামুরহাট এলাকার আনিসুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম (২২), কাচারী বাজার এলাকার ময়নুল ইসলামের ছেলে তুহিন ইসলাম (২৫) ও তার সহযোগী শামিম ইসলাম (২০)।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, পাবনা জেলার বাসিন্দা শামিম ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিদেশে ভালো কাজ দেওয়ার বিজ্ঞাপন দেখে তাদের সঙ্গে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য যোগাযোগ করেন। এরপর তার কাছ থেকে বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে প্রায় ২৫ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারকচক্র। তিনি কাগজপত্র যাচাই-বাচাই করে সেগুলো ভুয়া বুঝতে পারেন। থানায় এসে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন।  

এ বিষয়ে ওসি আশরাফুল ইসলাম বলেন, গতকাল অভিযান চালিয়ে তিনজন ভিসা প্রতারককে আটক করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।