বন্যা দুর্গত নোয়াখালী-কুমিল্লাসহ ৮ অঞ্চলে ঝড়ের আভাস
দুপুর ১টার মধ্যে দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শনিবার (২৪ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে ভারতের ডম্বুর বাঁধ খুলে দেওয়া ও ভারী বৃষ্টিতে উজানের ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ বিভিন্ন অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার মধ্যেই আবারও বৃষ্টি ও ঝড়ে আতঙ্কিত হয়ে পড়েছেন বানভাসী মানুষেরা। বৃষ্টিতে উদ্ধার কাজ ব্যহত হওয়ায় বিপদ চরম সীমায় পৌঁছে যাবে বলে মনে করছেন তারা।