টানা ৪ দিন বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১২:২৮ PM

প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’র প্রভাবে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। বুধবার থেকে শুরু হয়ে টানা চার দিন এই বৃষ্টি চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি হতে পারে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোন্থা’ উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে এটি পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়টি আরও উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা বা রাতের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়ের একটি বর্ধিতাংশ ইতোমধ্যে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে।

এ অবস্থায় আজ দেশের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে তিনি ডিগ্রী কমতে পারে।

শুক্রবার রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে সারাদেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।