গণপূর্তের নতুন প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক   নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১২:৪৮ PM

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেলেন মো. খালেকুজ্জামান চৌধুরী। প্রধান প্রকৌশলী হিসেবে আজ (২৮ অক্টোবর) মঙ্গলবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। একই আদেশে বর্তমান প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোহাম্মাদ শামীম আখতারকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (রিজার্ভ) হিসেবে গণপূর্ত অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বদলিপ্রাপ্ত কর্মকর্তারা ২৮ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেবেন, অন্যথায় তাঁরা ওই তারিখের অপরাহ্নে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য হবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তাসমিন ফারহানা স্বাক্ষরিত এই আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

বিদায়ী প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) শামীম আখতারের সঙ্গে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার বিদায়ের পর থেকে মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়। বিগত সরকারের হাতে নিয়োগ পাওয়া শামিম আখতার পূর্তের ইতিহাসে সবচেয়ে বেশি সময় এই চেয়ারে ছিলেন। নিয়ম অনুযায়ী এ প্রকৌশলীর চাকরির মেয়াদ আগামী ৩০ ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। তবে এরই মধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠানোর জোর গুঞ্জন রয়েছে সংশ্লিষ্ট দপ্তরে।