গণপূর্তের দুই প্রকৌশলীকে বদলি
বিসিএস (গণপূর্ত) ক্যাডারের দুই কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। সোমবার (২৭ অক্টোবর) গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব তাসমিন ফারহানার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোহাম্মদ শামীম আখতারকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকায় পদায়ন করা হয়েছে। অন্যদিকে, ঢাকা মেট্রোপলিটন জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) মো. খালেকুজ্জামান চৌধুরীকে প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব), গণপূর্ত অধিদপ্তর, ঢাকায় নিয়োগ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, উল্লিখিত কর্মকর্তারা আগামী ২৮ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলিকৃত পদে যোগদান করবেন। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তাঁদের ওই তারিখের অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।