মহাবিশ্বে স্বর্ণ কীভাবে এলো?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৪, ০৫:৪৭ PM

২০১৭ সালে মহাকর্ষ তরঙ্গের সাহায্যে দুটি নিউট্রন তারা শনাক্ত করা হয়। তারপর একই বছর অক্টোবরে স্টিফেন হকিং বিবিসি নিউজে একটি সাক্ষাত্কার দেন। সেখানে জানালেন তার অভিমত। জানেন তিনি কি বলেছিলেন?

মহাবিশ্বে স্বর্ণ কীভাবে তৈরি হলো, সেটি ব্যাখ্যা করার জন্য যে স্বল্প কিছু পদ্ধতি আছে, নিউট্রন তারাদের এই সংঘর্ষ কি সেগুলোর একটি? অথবা সম্ভবত এটিই একমাত্র পথ? এটা কি ব্যাখ্যা করতে পারে কেন স্বর্ণ পৃথিবীতে এত দুর্লভ?

স্টিফেন হকিং: হ্যাঁ, নিউট্রন তারাগুলোর সংঘর্ষ মহাবিশ্বে স্বর্ণ সৃষ্টির একটি পথ। সুপারনোভায় দ্রুতগতির নিউট্রন সংযোজনের মাধ্যমেও এটি তৈরি হতে পারে। কেবল পৃথিবীতেই নয়, স্বর্ণ মহাবিশ্বের সব জায়গাতেই দুর্লভ। এটি দুর্লভ, কারণ লোহায় নিউক্লিয়ার বন্ধনশক্তি সর্বাধিক। ফলে নিউক্লিয়ার ফিউশনের সাহায্যে এর চেয়ে ভারী বস্তু তৈরি করা কঠিন। এ ছাড়া স্বর্ণের মতো একটি স্থিতিশীল ভারী নিউক্লিয়াস তৈরির জন্য নিউক্লিয়ার বন্ধনশক্তি অত্যন্ত শক্তিশালী হওয়া দরকার, যেন তা বিদ্যুত্চুম্বকীয় বিকর্ষণ বলকে হারিয়ে দিতে পারে।