আপনি সন্দেহপ্রবণ হলে দিনটি আপনার; কারণ আজ আন্তর্জাতিক সন্দেহবাদী দিবস
আমরা সবাই কম-বেশি সন্দেহপ্রবণ। তবে বেশিরভাগ ক্ষেত্রে সন্দেহকে নেগেটিভ হিসেবে দেখা হয়। সন্দেহ পুরোপুরি নেগেটিভ এমনটি নয়। সন্দেহপ্রবণ মনই সত্য পর্যন্ত পৌঁছতে পারে। সংশয় থেকে শিখতে পারেন জীবনের অনেক গুরুত্বপূর্ণ পাঠ। আপনি যদি সন্দেহপ্রবণ হয়ে থাকেন, তবে আজকের দিনটি আপনার।
আজ ১৩ জানুয়ারি, আন্তর্জাতিক সন্দেহবাদী দিবস। ১৯৯০-এর দশকে দিবসটি প্রথম পালিত হয়।
সন্দেহ নিয়ে আমাদের ভেতর একটি সাধারণ ধারণা আছে। তা হলো—সন্দেহ বিশ্বাসের বিপরীত। অথচ ব্যাপারটি মোটেই তা নয়।
যেকোনো বিষয় সম্পর্কে বিশ্বাস থাকুক, সমস্যা নেই। তবে পাশাপাশি সংশয় জারি রাখাটাও দরকার। সন্দেহ-সংশয়ের ওপর ভিত্তি করেই সত্য জ্ঞানের প্রসার ঘটে। রোজকার জীবনে যত্রতত্র ব্যবহারে আমরা ‘সন্দেহ’ শব্দটির অর্থই সংকুচিত করে ফেলেছি। সন্দেহ বলতে মূলত নিরীক্ষামূলক চিন্তাভাবনা ও যৌক্তিক অনুসন্ধানকে বোঝায়।
প্রশ্ন উত্থাপন ও প্রাপ্ত তথ্যপ্রমাণ যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে চূড়ান্ত সত্যের কাছে পৌঁছাতে হয়। চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলা কোনো কাজের কথা নয়। জ্ঞানবিজ্ঞানের বড় সব আবিষ্কারের উৎসই তো আসলে সন্দেহ।