শাহপরীর দ্বীপে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ
টেকনাফের শাহপরীর দ্বীপে গরিব, অসহায়, দুস্থ ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক।
বুধবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। পাশাপাশি গরীব, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে বিভিন্ন সময় শীতবস্ত্র বিতরণের মাধ্যমে জনকল্যাণমূলক সেবা প্রদান করে আসছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় বুধবার কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপে গরীব, দুস্থ ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কোস্ট গার্ড এর মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড আওতাধীন উপকূলীয় এলাকা সমূহে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে।