এ বছর চট্টগ্রাম বন্দর স্মার্ট পোর্ট হিসেবে আত্মপ্রকাশ করবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৪, ১২:৫৮ PM

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল বলেছেন, ২০২৪ সালে চট্টগ্রাম বন্দর স্মার্ট পোর্ট হিসেবে আত্মপ্রকাশ করবে। বে টার্মিনাল এখন আর স্বপ্ন নয়, বাস্তবে রূপ নেবে। 

মাননীয় প্রধানমন্ত্রী বে টার্মিনালের মাস্টার প্ল্যানের মোড়ক উন্মোচন করেছেন। চট্টগ্রাম বন্দরের সাথে যৌথ উদ্যোগে বে টার্মিনালের মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণের জন্য আবুধাবি পোর্ট গ্রুপ এক বিলিয়ন ডলার বিনিয়োগ প্রস্তাব দাখিল করেছেন। 

ওয়ার্ল্ড ব্যাংকসহ আরো বিদেশি কোম্পানী বে টার্মিনালে বিনিয়োগে আগ্রহী। বে টার্মিনাল বাস্তবায়িত হলে চট্টগ্রাম হাজার হাজার বছর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ২০২৩ সালের সাফল্য ও ২০২৪ সালের কর্মপরিকল্পনা উপলক্ষে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান এসব কথা বলেন।