বিপুল ব্যবধানে এগিয়ে মাশরাফি বিন মোর্তুজা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৪, ০৮:০১ PM

বহুল আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। ইতিমধ্যে বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল আসতে শুরু করেছে। লড়াইল-২ আসনে বড় ব্যবধানে এগিয়ে আছে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা।

রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই। এরপরে শুরু হয় ভোট গণনার কাজ।

এখন পর্যন্ত পাওয়া ফলাফলে নৌকা প্রতীক নিয়ে মাশরাফি পেয়েছেন  নড়াইল-২ আসনে ৩৬১৬ ভোট। আর জাতীয় পার্টির ফিরোজ লাঙ্গল প্রতীকে পেয়েছেন মাত্র ৪৫টি ভোট। 

একনজরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-

ভোটগ্রহণ : সকাল ৮টা থেকে বিকেল ৪টা।
আসন : ২৯৯ আসন। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে পরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভোটার : মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২।

কেন্দ্র ও ভোটকক্ষ : ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে ভোটকক্ষ থাকবে ২ লাখ ৬১ হাজার ৯১২টি।

ভোটের পদ্ধতি : সব আসনেই ব্যালট পেপার ব্যবহার করে ভোটগ্রহণ হবে।