জুলাই সনদে স্বাক্ষরকারীরা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে: নাহিদ ইসলাম
-1180615.png?v=1.1)
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'জুলাই সনদে যারা স্বাক্ষর করেছেন, তারা গণঅভ্যুত্থান এবং জনগণের কাছ থেকে ছিটকে পড়েছেন।'
শনিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “গতকালকের ঘটনায় যে জুলাই যোদ্ধারা আহত হয়েছেন, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ তাদের ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী’ বলে আখ্যা দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। হয়তো তিনি ভুলবশত এমন মন্তব্য করেছেন, কারণ তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না, অভ্যুত্থানের সময় উপস্থিত ছিলেন না। তাই তিনি জানেন না কে লড়েছে, কে রাজপথে ছিল, কে বুলেটের সামনে দাঁড়িয়েছিল।”
তিনি বলেন, আতিকুল গাজী—যার হাত কাটা গেছে, তাকে ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর’ বলা হয়েছে। শহীদ মীর মুগ্ধের বাবা, শহীদ ইয়ামিনের বাবাকেও একইভাবে অপমান করা হয়েছে। এটা খুবই কষ্টদায়ক। আমরা আহ্বান জানাই, সালাহউদ্দিন আহমেদ অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করুন এবং আহত যোদ্ধা ও শহীদ পরিবারগুলোর কাছে ক্ষমা চান।
বিএনপি নেতা সালাহউদ্দিনকে উদ্দেশ করে নাহিদ বলেন, 'আপনি এসে আমাদের সঙ্গে বসুন। শুনুন জুলাই অভ্যুত্থানের ইতিহাস—কীভাবে আমরা লড়াই করেছি, কীভাবে এই দেশ নতুন করে দাঁড়িয়েছে, এবং কীভাবে আমরা আজকে এই সম্মেলনে কথা বলছি।'
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত ‘জুলাই জাতীয় সনদ’-এ স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং দেশের ২৪টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে তারা এই সনদে স্বাক্ষর করেন।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস ওই অনুষ্ঠানে বলেন, 'আজকের দিনটি পৃথিবীর জন্য বড় উদাহরণ হয়ে থাকবে। তারা ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে। লোকে চিন্তা করবে যে তারা কীভাবে এটা করেছিল।'