দাউ দাউ করে জ্বলছে কার্গো ভিলেজ, স্থবির বিমান চলাচল
-1180633.png?v=1.1)
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত আগুন দাউ দাউ করে জ্বলতে দেখা গেছে। আগুনের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো আকাশ।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাঠে নামে। তবে সম্মিলিত প্রচেষ্টা সত্ত্বেও ঘটনার সাড়ে তিন ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেল জানিয়েছে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আগুন নেভানোর কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আনসারের ১৫ জন সদস্য রয়েছেন বলে নিশ্চিত করেছেন বাহিনীর গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণে শাহজালাল বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ পর্যন্ত ঢাকাগামী আটটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং একটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। অপরদিকে, ঢাকা থেকে ছাড়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট ট্যাক্সিওয়েতে আটকে আছে।
ফ্লাইট রাডারেও দেখা গেছে, শাহজালাল বিমানবন্দরে বিমান চলাচল আপাতত বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কার্গো ভিলেজে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ধাপে ধাপে স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসবে বিমানবন্দর।