ঢাকা উদ্যানে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
-1160707.png?v=1.1)
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩৩নং ওয়ার্ডের ঢাকা উদ্যান এলাকায় সড়ক, নর্দমা ও ফুটপাত উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। আজ বৃহস্পতিবার বিকেলে বেড়িবাঁধ সংলগ্ন ঢাকা উদ্যান বাসস্ট্যান্ডে তিনি এ কাজের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, 'ঢাকা উদ্যানে আবাসন গড়ে উঠেছে অনেকটা অপরিকল্পিতভাবে, তারপরও নাগরিকদের সুবিধার্থে রাস্তা ও নর্দমা উন্নয়নে আমরা কাজ করছি।'
তিনি আরও বলেন, 'গত ১৫ বছরে কেউ প্রশ্ন করার সুযোগ পায়নি। এখন সময় এসেছে নাগরিকদের অংশগ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করার। আমরা যদি কোনো ভুল করি, নাগরিকরা আমাদের সংশোধন করবেন, প্রশ্ন করবেন—সরকারি টাকাটা আমরা ঠিকভাবে খরচ করছি কি না।'
প্রশাসক জানান, ডিএনসিসির জোন–৫ এলাকার সার্বিক উন্নয়নের জন্য প্রায় এক হাজার কোটি টাকার একটি বড় প্রকল্প গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাস্তার মাঝখানে কোনো হকার বসতে দেওয়া হবে না। বাড়ির সামনে পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে সচেতন হতে হবে। শিগগিরই পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে, যাদের বাড়ির সামনে ময়লা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রকল্পের অধীনে মোট ১১ কোটি ২৭ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে প্রায় দেড় কিলোমিটার সড়ক, এক দশমিক শূন্য নয় কিলোমিটার নর্দমা এবং প্রায় দুই কিলোমিটার ফুটপাত নির্মাণ ও সংস্কার করা হবে। পাশাপাশি ব্লক–সি ও ব্লক–ডি এলাকার কয়েকটি সড়ক ও নর্দমা সংস্কারও হবে।