সম্ভাবনাময় জামালপুর বিনির্মাণের আশ্বাস দিলেন প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৪, ১২:১০ PM

আগামী ৭ জানুয়ারির নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে নিজ এলাকায় নানা উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন নৌকার প্রার্থী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হিসেবে ভোটের মাঠে  আছেন মো. আবুল কালাম আজাদ। 

বিশেষ করে কৃষিনির্ভর জামালপুরে কৃষিতে অভাবনীয় সাফল্য এনে দিতে কোল্ড স্টোরেজ নির্মাণ এবং বন্যার পানি ধরে রাখতে একটি বাফার-জোন নির্মাণসহ বেশ কয়েকটি সুদূরপ্রসারী পরিকল্পনার কথা তুলে ধরেছেন তিনি।  

 ‘‘জামালপুর একটি সম্ভাবনাময় জেলা। এখানে বিকাশ ও উন্নয়নের অসংখ্য সুযোগ রয়েছে। তবে এসবের মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে এলাকার যোগাযোগ ব্যবস্থা। বিশেষ করে জামালপুর সদরে এখনো অনেক কাঁচা রাস্তা রয়েছে যেখানে গাড়ি, বাস, ট্রাক তো দূরের কথা, রিকশা বা মোটরসাইকেল নিয়ে যাতায়াতও মুশকিল হয়ে পড়ে। এলাকায় যাদের সাথেই সাক্ষাৎ হয় সবার দাবি এলাকার রাস্তাগুলো সংস্করণ করা। তাই আমি একটা নতুন স্লোগান তৈরি করেছি, ‘রাস্তা চাই, ভোট চাই’।’’

নৌকার প্রার্থী হিসেবে তাকে পেয়ে জামালপুরবাসীর প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে আবুল কালাম আজাদ বলেন, ‘দীর্ঘ সময় ধরেই জনগণ নৌকাকে সমর্থন করে আসছে। আর এবারের নির্বাচনে জামালপুর-৫ আসনের প্রতিনিধিত্ব করার জন্য প্রধানমন্ত্রী যখন আমাকে মনোনয়ন দিয়েছেন, আমার এলাকার মানুষ এই সিদ্ধান্তে ভীষণ উচ্ছ্বসিত।’