দুই মাসের মধ্যে প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠনের নির্দেশ এনসিপির
-1200328.jpg?v=1.1)
আগামী দুই মাসের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ডে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, সংগঠনকে তৃণমূল পর্যন্ত শক্তিশালী করতে আমরা প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছি। এই কাঠামোই আগামীর নির্বাচনে এনসিপিকে নির্ধারক শক্তিতে পরিণত করবে।
আজ সোমবার (২০ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ৯টা থেকে সেখানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের নিয়ে এনসিপির এক রুদ্ধদ্বার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সারজিস আলম বলেন, আমরা মনে করি, আগামীর জাতীয় সংসদে সরকার গঠনের ক্ষেত্রে এনসিপি নির্ধারকের ভূমিকায় থাকবে। কোনো দলকে সরকার গঠনে সহায়তা করতে ৫০ শতাংশ ভোট পাওয়ার দরকার হয় না। যখন দুই বড় দলের ভোট কাছাকাছি থাকে, তখন তৃতীয় শক্তির অবস্থানই হয়ে ওঠে গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হতে রাজনীতিতে আসিনি। জনগণের স্বার্থই আমাদের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু। সরকারি দল হিসেবে না পারলেও আমরা শক্তিশালী বিরোধী দল হিসেবে সংসদে থাকতে চাই।
জুলাই সনদ প্রসঙ্গে সারজিস আলম বলেন, আমরা কোনো দায়সারা স্বাক্ষর করিনি। সেখানে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যে আইনি ভিত্তি ও নিশ্চয়তা প্রয়োজন, তা না থাকায় আমরা পরিষ্কার অবস্থান নিয়েছি। জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্তে আমরা যাব না।
সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী, এবং জয়পুরহাট জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী।