শাপলা চত্বরের আন্দোলনে অংশ নেওয়া সবাইকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, ঢাকা  নিজস্ব প্রতিবেদক, ঢাকা 
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ০১:৫৩ PM

২০১৩ সালের মে মাসে শাপলা চত্বরে অনুষ্ঠিত আন্দোলনে অংশ নেওয়া সবার রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আজ শনিবার ( ১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘শাপলা চত্বরে শহীদ পরিবারদের সহায়তা প্রদান’ অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।

গোলাম পরওয়ার বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত শাপলা চত্বরের হত্যাকাণ্ড ছিল এক ভয়াবহ অধ্যায়। পরবর্তীতে জুলাই ও আগস্টের গণ-অভ্যুত্থান ছিল সেই দমননীতি ও হত্যাযজ্ঞেরই ধারাবাহিকতা।’

তিনি আরও বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে মুসলিম উম্মাহর মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, তা শাপলা চত্বরের আন্দোলনেরই প্রভাব। যারা সেই নীলনকশা তৈরি করেছিল, তাদের বিচার বাস্তবায়ন হলে তা মুসলিম বিশ্বের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’

অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ‘শাপলা চত্বরে শহীদদের এমনভাবে পুড়িয়ে ও গুম করা হয়েছিল যে, আজও প্রকৃত সংখ্যা জানা যায়নি। ২০১৩ সালের সেই আন্দোলনই পরবর্তীকালের গণ-অভ্যুত্থানের ভিত্তি গড়ে দেয়।’

অনুষ্ঠানে ৭৭টি পরিবারের হাতে মোট ৭ লাখ ৭৪ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।