রবিবার দেশব্যাপী মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১০:০০ AM

তিন দফা দাবিতে আগামীকাল রবিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশের সব মহাসড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন জুলাই যোদ্ধারা। শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবন এলাকায় সংগঠনের পক্ষ থেকে মাসুদ রানা সৌরভ এই কর্মসূচি জানান। তিনি বলেন, রোববার দুপুরে দেশের প্রতিটি জেলা শহরের মহাসড়কে একযোগে এই অবরোধ কর্মসূচি পালিত হবে।

দাবিগুলো হলো– জুলাই শহীদদের জাতীয় বীর হিসেবে সাংবিধানিক স্বীকৃতি; আহতদের বীর হিসেবে স্বীকৃতি দেওয়া। এছাড়া, জুলাই শহীদ ও আহত পরিবারগুলোর পুসর্বাসনে নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা এবং দায়মুক্তি দিয়ে সুরক্ষা আইন প্রণয়ন করার দাবি জানান তিনি।

জুলাই যোদ্ধাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে এমন অভিযোগ তুলে সৌরভ বলেন, দায়মুক্তি দিয়ে সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে, যাতে আমাদের বিরুদ্ধে হয়রানি বা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড সংঘটিত হলে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনো ধরনের হয়রানি করা না হয়।

এ সময় জাতীয় সংসদ ভবন এলাকায় পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পুলিশ সংস্কারে সুপারিশ বাস্তবায়নের দাবিও জানানো হয়।