টানা ৪ দিনের ছুটি যেদিন থেকে
-1200508.jpg?v=1.1)
আগামীকাল (২১ সেপ্টেম্বর) শুভ মহালয়া। এই দিন থেকেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন—শারদীয় দুর্গাপূজার সূচনা হবে। তবে মহালয়া উপলক্ষে কোনো সরকারি ছুটি নেই।
সরকারি ছুটি: ২০২৫ সালের ছুটির তালিকায় মহালয়ার জন্য আলাদা ছুটি নির্ধারণ করা হয়নি।
ঐচ্ছিক ছুটি: ব্যক্তিগতভাবে অনেকেই এ দিন ঐচ্ছিক ছুটি নিয়ে থাকেন।
শিক্ষাপ্রতিষ্ঠান: কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন কিছু প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হলেও বেশিরভাগ জায়গায় নিয়মিত ক্লাস চলবে।
সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা চারদিন ছুটি:
১ অক্টোবর (বুধবার): মহানবমী (নির্বাহী আদেশে ছুটি)
২ অক্টোবর (বৃহস্পতিবার): বিজয়া দশমী (সাধারণ ছুটি)
৩-৪ অক্টোবর (শুক্র-শনি): সাপ্তাহিক ছুটি
অনেক প্রতিষ্ঠান কারিগরি শিক্ষা বোর্ডের নির্দেশনায় ছুটি ঘোষণা করেছে।আবার কিছু প্রতিষ্ঠান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বর্ষপঞ্জি অনুসরণ করে মহালয়ায় ক্লাস চালু রেখেছে।