চুপিসারে কার সঙ্গে বাগদান সারলেন মাসউদ
-1200940.jpg?v=1.1)
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ জীবনের নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছেন নীরবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নেত্রী শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, কনে শ্যামলী সুলতানা জেদনীর বাড়ি লক্ষ্মীপুরে। তিনি বাগছাসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য (সংগঠক) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সংগঠনের মিডিয়া সেলের সহ-সম্পাদকও তিনি।
অন্যদিকে, নোয়াখালীর হাতিয়ায় জন্ম নেওয়া আবদুল হান্নান মাসউদ বর্তমানে তরুণ রাজনীতির অন্যতম উদীয়মান মুখ। বাগদানের পরদিন শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তিনি সৌদি আরবের উদ্দেশে রওনা দেন। সেখানে এক সপ্তাহের বেশি সময় অবস্থান করে পবিত্র ওমরা সম্পন্ন করার পাশাপাশি দলীয় কর্মসূচিতেও অংশ নেবেন।
উল্লেখ্য, ২০২৩ সালে তিনি আখতার হোসেন ও নাহিদ ইসলামের নেতৃত্বে আত্মপ্রকাশ হওয়া গণতান্ত্রিক ছাত্রশক্তির মাধ্যমে রাজনৈতিক মঞ্চে আসেন। পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হিসেবে ভূমিকা রাখেন। আর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়ে বর্তমানে তিনি জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।