একটি পক্ষ সরকারকে প্রভাবিত করার চেষ্টা করছে

বাংলাদেশে পেশিশক্তির প্রভাব খাটিয়ে ক্ষমতা কুক্ষিগত করার দিন শেষ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পাঁচ দফা দাবিতে দেশের সব মহানগরীতে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে রংপুরে তিনি এ কথা বলেন। জুলাই সনদের আইনি ভিত্তি, আগামী নির্বাচনে পিআর পদ্ধতি প্রণয়নসহ পাঁচ দফা দাবিতে বিভাগীয় পর্যায়ে কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এদিন সাত বিভাগীয় শহরে কর্মসূচির অংশ হিসেবে দুপুরে রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ করে মহানগরী জামায়াত। সমাবেশ শেষে রংপুর মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল।
মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামোয় পুনরায় নির্বাচন হলে দেশে আবার ফ্যাসিবাদ তৈরি হবে।
এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচন জনগণ চায় কি না তা জানতে সরকারকে গণভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
গোলাম পরওয়ার বলেন, একটি পক্ষ সরকারকে চাপ প্রয়োগ করে প্রভাবিত করার চেষ্টা করছে। রাজনৈতিক আধিপত্য সৃষ্টি করে আর কেউ ক্ষমতা কুক্ষিগত করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।