শ্যামলীতে শুরু হয়েছে তাঁত ও বস্ত্রশিল্প মেলা
প্রতিবছর তাঁত ও বস্ত্র মেলার আয়োজন করে থাকেন শ্যামলী ক্লাব মাঠ কর্তৃপক্ষ। অন্যান্য বছরের ন্যায় এবারও এই মেলার আয়োজন করা হয়েছে। গত রবিবার (১৭ মার্চ) বিকালে মেলাটি উদ্বোধন করা হয়। এখানে থাকছে পবিত্র ঈদের কেনাকাটা সহ বাহারী পোশাক। রয়েছে থ্রি পিছ, শাড়ি লুঙ্গী ও ছোটদের পোশাক। রয়েছে কসমেটিকস ও গৃহস্থালি সামগ্রী। আরও রয়েছে পটশিল্প, শিশুদের জন্য দোলনা ইত্যাদি। এই বস্ত্র মেলাটি চলবে ঈদের চাঁদ রাত পর্যন্ত।
রবিবার মেলা উদ্বোধন করার সময় উপস্থিত ছিলেন আদাবর থানার আহবায়ক আরিফুর রহমান তুহিন। আদাবর থানার যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান হিটু, আলমগীর হোসেন, হাফিজুর রহমান, ইদ্রিস আলী, ও অন্যনো। মেলা উদ্বোধনের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান শুভ জন্মদিনে শিশু-কিশোর দিবসের দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় ঢাকা ১৩ আসনের এমপি পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের জন্য ও দোয়া করা হয়। প্রথম সপ্তাহে মেলায় রয়েছে বিশেষ ছাড় আগত দর্শনার্থীদের জন্য দোকানে দোকান ডিসকাউন্ট।