আঙুর খেলে পাবেন যেসব উপকার

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৩ AM

সুস্থ থাকার জন্য সুষম খাদ্যের পাশাপাশি ফলমূলের গুরুত্ব অনস্বীকার্য। এর মধ্যে আঙুর যেমন সুস্বাদু, তেমনি স্বাস্থ্য রক্ষাতেও অত্যন্ত উপকারী। চিকিৎসক ও গবেষকদের মতে, নিয়মিত আঙুর খেলে শরীর, ত্বক ও মানসিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব পড়ে।

গবেষণায় দেখা গেছে, প্রতিদিন এক মুঠো আঙুর বা এক গ্লাস আঙুরের রস শরীরকে নানা দিক থেকে উপকারে আনে। বিশেষজ্ঞরা জানান, আঙুরে থাকা পলিফেনল ও রেসভেরাট্রল উপাদান ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়তা করে।

আঙুর খাওয়ার প্রধান উপকারিতা

  • ডিটক্স: শরীর থেকে টক্সিন বের করে দেয়।

  • ক্যানসার প্রতিরোধ: এতে থাকা বিশেষ উপাদান ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক।

  • ওজন নিয়ন্ত্রণ: ১৫০ গ্রাম আঙুরে থাকে মাত্র ১০০ ক্যালরি।

  • হার্টের সুরক্ষা: খারাপ কোলেস্টেরল কমিয়ে হৃদযন্ত্র সুস্থ রাখে।

  • রক্তচাপ নিয়ন্ত্রণ: এতে প্রচুর পটাশিয়াম থাকায় উচ্চ রক্তচাপ কমায়।

  • পাচনতন্ত্রের সহায়ক: হজমশক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য কমায়।

  • ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস: টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে।

  • চোখের যত্নে: ক্যাটারাক্টসহ চোখের নানা সমস্যায় উপকারী।

  • ত্বক ও চুলের সৌন্দর্যে: ত্বক উজ্জ্বল রাখে, প্রদাহ ও ব্রণ কমায় এবং চুল মজবুত করে।

  • মানসিক স্বাস্থ্যে: অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে।

  • ডায়েটের জন্য আদর্শ: কম ক্যালরিযুক্ত হওয়ায় ওজন নিয়ন্ত্রণে রাখতে কার্যকর।

বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন এক গ্লাস আঙুরের রস বা এক মুঠো আঙুরই যথেষ্ট। সহজলভ্য, প্রাকৃতিক ও সুস্বাদু এই ফলটি প্রতিদিনের খাদ্যতালিকায় রাখলে স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করা সম্ভব।