রাতে গোসলে যে উপকার

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ১১:০৯ AM

শরীরকে সুস্থ ও সতেজ রাখতে নিয়মিত গোসল অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোসলের মাধ্যমে শরীরের ময়লা ও জমে থাকা ব্যাকটেরিয়া দূর হয়, যা স্বাস্থ্য রক্ষায় সহায়ক।

বিশেষ করে সকালে গোসল করলে শরীরে সতেজতা আসে এবং মন ভালো থাকে। এটি শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না, বরং মানসিক প্রশান্তিও এনে দেয়।

আয়ুর্বেদ মতে, দিনের অন্যান্য সময়ের তুলনায় সকালে গোসল করা আরও বেশি উপকারী। এটি নানা ধরনের অসুস্থতা থেকে রক্ষা করে শরীরকে রাখে সক্রিয় ও সজীব।

বিশেষজ্ঞরা আবার বলছে বিভিন্ন কথা। তারা বলেন, রাতে গোসল করা শরীরের জন্যও ভীষণভাবে উপকারী। এতে ত্বক ভালো থাকে, ভালো ঘুম হয়, মানসিক চাপ কমায় ও পেশির ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। খবর ভারতীয় গণমাধ্যমের।

বিশেষ করে পুরুষ মানুষ বাইরে থাকেন। এতে তাদের শরীরে ধুলাবালি ও দূষণের কারণে ত্বকে ময়লা জমে যায়। এর ফলে ব্রণ ও দাগের মতো সমস্যা দেখা দেয়। রাতে ঘুমানোর আগে গোসল করলে ত্বক পরিষ্কার থাকে।

রাতে ভালো ঘুমের জন্য গোসল অপরিহার্য মনে করেন অনেকেই। সারা দিনের ব্যস্ততার পর যখন আমরা বাড়ি ফিরি, তখন খুব ক্লান্ত বোধ করি। এর ফলে রাতে ঘুম না আসার সমস্যা হয়। এমন পরিস্থিতিতে রাতে গোসল করলে ক্লান্তিও দূর হয়ে যায় এবং ঘুমও হয়। 

মানসিক চাপ থেকে মুক্তি পেতে রাতে গোসল করতে পারেন। রাতে গোসল করলে আপনার মেজাজও ভালো হতে পারে এবং আপনি সতেজ বোধ করতে পারেন।

রাতের গোসল মাথা ব্যথা, পেশি ও জয়েন্টের ব্যথা থেকেও মুক্তি দেয়।