গরমে কোন রঙের পোশাকে কেমন স্বস্তি?

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৫, ১০:৫২ AM

দেশের বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। তাই গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা। এমন পরিস্থিতিতে বা গরমে পোশাক বাছাইয়ের ক্ষেত্রে আরাম ও ফ্যাশন, দুইটি বিষয়ই গুরুত্বপূর্ণ। গরমের দিনে পোশাকের আরাম বেশিরভাগ নির্ভর করে ফেব্রিক ও রঙের ওপর। সঠিক রঙ বেছে নিলে গরমে স্বস্তি পাওয়া যায়। তবে, গরমে কোন রঙ পরলে আরামদায়ক হবে এবং কোন রঙে অস্বস্তি বাড়বে, তা অনেকেই জানেন না। এই তথ্য জানলে গরমে কাটাতে পারবেন আরও আরামদায়ক সময়।

গরমে আরামদায়ক পোশাক বাছাইয়ের জন্য রঙের গুরুত্ব অনেক বেশি। রঙ বাংলাদেশ এর স্বত্বাধিকারী ও ডিজাইনার সৌমিক দাস বলেন, “গরমে আরাম পেতে কাপড়ের পাশাপাশি রঙের বিষয়টিও গুরুত্ব পাবে। সঠিক রঙের পোশাক পরলে গরমে আরাম অনুভূত হবে।”

গরমে কোন রঙ পরলে স্বস্তি পাওয়া যায়?

  • আকাশি রঙ: গরমে আকাশি রঙের পোশাক আপনাকে প্রশান্তি দেবে। এই রঙ সূর্যের তাপ শোষণ করে না এবং আপনাকে ফুরফুরে রাখে। অফিস বা বন্ধুর সঙ্গে বাইরে যাওয়ার জন্য আকাশি রঙের পোশাক ভালো পছন্দ হতে পারে। পাশাপাশি, এই রঙ গরমে চোখের জন্যও আরামদায়ক।

  • ধূসর (গ্রে) রঙ: ধূসর রঙ গরমে বেশ উপযোগী। এটি তাপ শোষণ করে না এবং আধুনিক ও ট্রেন্ডি। মেয়েরা ধূসর রঙের শাড়ি বা সালোয়ার-কামিজ পরতে পারেন, আর পুরুষরা শার্ট বা টি-শার্ট বেছে নিতে পারেন।

  • বেজ রঙ: বেজ রঙ সূর্যের তাপ শোষণ করে না এবং গরমের দিনে বেশ আরামদায়ক অনুভূতি দেয়। বর্তমানে ফ্যাশন ট্রেন্ডেও বেজ রঙের পোশাক জনপ্রিয়।

  • প‍্যাস্টেল রঙ: প‍্যাস্টেল শেডের রঙ যেমন মিন্ট গ্রিন, ল্যাভেন্ডার ও বেবি পিঙ্ক গরমে বেশ উপকারী। এই রঙগুলো সূর্যের তাপ শোষণ করে না এবং দেখতে ক্ল‍্যাসি। গরমের দিনে প‍্যাস্টেল রঙের পোশাক আপনাকে এক নতুন শীতল অনুভূতি দেবে।

গরমে কোন রঙ পরলে অস্বস্তি বাড়ে?

  • গাঢ় রঙ: কালো, গাঢ় বাদামি, গাঢ় নীল—এই রঙগুলো গরমে শরীরকে আরও গরম করে তোলে, কারণ এগুলো সূর্যের তাপ শোষণ করে। তাই গরমে এই রঙগুলো এড়িয়ে চলাই ভালো।

  • বোল্ড কালার: টকটকে লাল, ইলেকট্রিক ব্লু, গাঢ় কমলা—এই ধরনের বোল্ড রঙগুলো গরমে শরীরের তাপ বাড়িয়ে দিতে পারে, তাই গরমে এগুলো পরা উচিত নয়।

  • বার্গেন্ডি: গাঢ় রঙের মধ্যে বার্গেন্ডি গরমে অস্বস্তি সৃষ্টি করে, কারণ এটি তাপ শোষণ করে। গরমের মাসগুলোতে এই রঙটি পরা এড়িয়ে চলা ভালো।

  • মেটালিক রঙ: সোনালি, রূপালি বা তামা রঙের মেটালিক পোশাক গরমে শরীরকে আরও গরম করে তোলে। তাই গরমে মেটালিক রঙ পরা উচিত নয়।

গরমে স্বস্তি পেতে সঠিক রঙ ও ফেব্রিক বাছাই করা জরুরি। সাদা, আকাশি, ধূসর, বেজ ও প‍্যাস্টেল রঙ গরমে আপনাকে আরামদায়ক রাখবে, আর গাঢ় রঙ, বোল্ড কালার, বার্গেন্ডি ও মেটালিক রঙ এড়িয়ে চললে গরমের তাপ থেকে মুক্তি পাবেন।