অভিবাসী ঠেকাতে মেক্সিকো সীমান্তে সেনা ও হেলিকপ্টার পাঠাচ্ছে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের নিজেদের দেশে ফেরত পাঠানোর জন্য দক্ষিণ সীমান্তে এক হাজার ৫০০ সেনাসদস্য, উড়োজাহাজ ও হেলিকপ্টার পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
গতকাল বুধবার (২২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ একজন কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের খবরে বলা হয়, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়াগো শহর ও টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো শহরে সেনাবাহিনীর ১ হাজার সদস্য এবং মেরিন বাহিনীর ৫০০ জন সদস্যকে পাঠানো হবে। এ ছাড়া সামরিক বাহিনীর দুটি সি-১৭ উড়োজাহাজ, দুটি সি-১৩০ উড়োজাহাজ এবং হেলিকপ্টারও মেক্সিকো সীমান্তে পাঠানো হচ্ছে।
ট্রাম্প প্রশাসন জানিয়েছে যে, ৫ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানোর জন্য সেনা বাহিনী সহায়তা করবে।
এদিকে, ট্রাম্পের নির্বাহী আদেশের মাধ্যমে দক্ষিণ সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েনের সিদ্ধান্তের ফলে ২ হাজার ২০০ সেনা আগে থেকেই সেখানে আছেন, যারা কাস্টমস ও সীমান্ত সুরক্ষা বাহিনীর কাজের সহায়ক হিসেবে কাজ করছেন।
ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতির উপর জোর দিয়েছে এবং নতুন নির্বাহী আদেশে দৃষ্টি দেওয়া হয়েছে যাতে অবৈধ অভিবাসীদের দ্রুত বিতাড়িত করা হয়। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত।