নাগরিকত্ব ইস্যুতে ১৫০ বছরের নিয়ম বাতিল করল ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প একের পর এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে নাগরিকত্ব সংক্রান্ত। ট্রাম্প হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছেন যে, যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার আর থাকবে না।
এই পরিবর্তনটি কার্যকর হবে ২০ ফেব্রুয়ারি থেকে। প্রায় ১৫০ বছর ধরে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুরা স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পেয়ে আসছিল। কিন্তু নতুন আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর সন্তান জন্ম নিলে তারা আর মার্কিন নাগরিক হবেন না। যদি কেউ বৈধভাবে আমেরিকায় এসে সন্তান জন্ম দেন এবং তাদের বাবা-মায়ের একজন মার্কিন নাগরিক না হন, তবুও তাদের সন্তান মার্কিন নাগরিকত্ব পাবেন না।
যারা স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা বা টুরিস্ট ভিসায় আমেরিকায় এসে সন্তান জন্ম দেন, তাদের সন্তানদের জন্যও এই নিয়ম প্রযোজ্য হবে।
আমেরিকায় সবচেয়ে বেশি সংখ্যায় নাগরিকত্ব পাওয়া সম্প্রদায় হচ্ছে মেক্সিকানরা এবং ভারতীয় বংশোদ্ভূতরা বর্তমানে দ্বিতীয় অবস্থানে আছেন। ২০২২ সালে ৬৫,৯৬০ জন ভারতীয় বংশোদ্ভূত নাগরিকত্ব পেয়েছেন।
এর আগে ২০২৩ সালে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে, জন্মসূত্রে নাগরিকত্বের ব্যবস্থা তিনি নির্বাহী আদেশের মাধ্যমে বাতিল করবেন, যা মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীর অধীনে ছিল। ট্রাম্পের মতে, এই নিয়ম পরিবর্তন করা জরুরি ছিল।
অবশ্য, এই নতুন আদেশের ফলে বৈধ নথিবিহীন অভিবাসীদের জন্য ব্যাপক প্রভাব ফেলবে, কারণ যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিলে বাবা-মা বৈধভাবে বসবাসের অনুমতি পেয়ে নাগরিকত্বের পথ সহজ করে তোলেন।
এছাড়া, ট্রাম্পের শপথ গ্রহণের পরেই এই পরিকল্পনার বাস্তবায়ন শুরু হতে যাচ্ছে, যা তার পুনঃনির্বাচিত হওয়ার পর আরও জোরালো হয়ে উঠছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস