ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৫, ০৮:৩৫ AM

আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

গত নভেম্বরে মার্কিন নির্বাচনে জয়লাভের পর ট্রাম্পকে পাঠানো অভিনন্দন বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, “২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আপনার জয়লাভের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।”

তিনি উল্লেখ করেন, তিনি বিশ্বাস করেন যে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন অংশীদারিত্বের সুযোগ রয়েছে এবং দুই দেশের মধ্যে সীমাহীন সম্ভাবনা বিদ্যমান।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো বার্তায় আরও বলা হয়, ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার প্রাক্কালে বাংলাদেশ তার প্রতি অভিনন্দন জানিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, উভয় দেশ নতুন সহযোগিতার পথ খুঁজে বের করতে একসাথে কাজ করবে।

তিনি বার্তায় বলেন, "আমরা এই বিশ্বাস পুনর্ব্যক্ত করছি এবং ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদ শুরু হওয়ার সাথে সাথে তাকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।"

অধ্যাপক ইউনূস আরও বলেন, “দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়া ট্রাম্পের নেতৃত্বের প্রতি মার্কিন জনগণের আস্থা প্রকাশিত হয়েছে। আমি নিশ্চিত, তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র সমৃদ্ধ হবে এবং বিশ্বজুড়ে অনুপ্রেরণা জাগাবে।”

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আরও শক্তিশালী ও গভীর হবে।