বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলো ট্রাম্প
 
		
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার, স্থানীয় সময়, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই তিনি এ বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করেন।
নিউইয়র্ক টাইমস জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প শপথ নেওয়ার পরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের পদক্ষেপ নেন। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতে নেতৃত্বের শক্তিকে দুর্বল করবে এবং ভবিষ্যতে কোনও মহামারির বিরুদ্ধে লড়াই আরও কঠিন করে তুলবে।
নির্বাহী আদেশে সই করার পর ট্রাম্প মন্তব্য করেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যুক্তরাষ্ট্র থেকে অতিরিক্ত অর্থ দাবি করছিল।’
ট্রাম্পের এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ১২ মাস সময় পাবে ডব্লিউএইচও থেকে বের হয়ে যাওয়ার জন্য, এবং এই সময়ের মধ্যে তারা সংস্থাটির আর্থিক সহায়তা বন্ধ করতে পারবে। যুক্তরাষ্ট্র সংস্থাটির অন্যতম বৃহৎ আর্থিক দাতা, মোট তহবিলের ১৮ শতাংশ দিয়ে থাকে দেশটি।
এই পদক্ষেপ তেমন অপ্রত্যাশিত নয়, কারণ দীর্ঘদিন ধরে ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা করে আসছেন। ২০২০ সালের জুলাইয়ে, প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম মেয়াদের শেষদিকে যুক্তরাষ্ট্রকে ডব্লিউএইচও থেকে প্রত্যাহারের আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছিলেন।
প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পাশাপাশি ট্রাম্প তার শপথের পর ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন, যা বাইডেন আমল থেকে জারি হয়েছিল।

 
				-2301012.jpg?v=1.1) 
				-2301015.jpg?v=1.1) 
				-2300727.png?v=1.1)