মাঝ আকাশে ইঞ্জিন বিকল, তারপর যা ঘটলো
উড্ডয়নের পর মাঝ আকাশে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে। এরপর বিমানটি জরুরি অবতরণ করে পাইলট। গত রবিবার ভারতের ব্যাঙ্গালুরুর কেম্পেগৌদা আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইট ২৮২০। এটি এই বিমানবন্দর থেকেই উড্ডয়ন করেছিল।
বিমানবন্দর সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, রোববার সকাল ৭টায় ব্যাঙ্গালুরুর কেম্পেগৌদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ২৮২০। কিন্তু মাঝ আকাশে এর একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে ঘণ্টাখানেক শহরে ঘুরে এটি এই বিমানবন্দরেই অবতরণ করে।
তবে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সব যাত্রী নিরাপদে আছেন।
এ ছাড়া তুরস্ক থেকে শ্রীলঙ্কার কলম্বোতে যাওয়ার একটি ফ্লাইটও বাজে আবহাওয়ার কারণে ভারতের থিরুভানান্থাপুরাম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।