বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান দ্বিতীয়

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৫, ১১:১৭ AM

গত ডিসেম্বর মাসে ঢাকার বাতাস ছিল অত্যন্ত দূষিত। এই ধারাবাহিকতা নতুন বছরেও অব্যাহত রয়েছে। ৯ বছরের মধ্যে সর্বোচ্চ বায়ুদূষণের ঘটনা ঘটেছিল গত ডিসেম্বরে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকার অবস্থান এখন বিশ্বব্যাপী দূষিত বাতাসের শহরের তালিকায় দ্বিতীয় স্থানে।

আজ বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯টা ১৫ মিনিটের সময় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান স্কোর ছিল ২২৩, যা খুবই অস্বাস্থ্যকর। আজ ভারতের কলকাতা শহরটি শীর্ষে অবস্থান করছে, যেখানে বায়ুমান স্কোর ২৪৭। তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, যার স্কোর ১৯৫।

ঢাকায় বায়ুদূষণের প্রধান উপাদান হলো অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫, যা আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ২৫ গুণ বেশি। বায়ুদূষণের এই অবস্থায় আইকিউএয়ার পরামর্শ দিয়েছে, বাইরেও মাস্ক পরা উচিত, খোলা জায়গায় ব্যায়াম করা থেকে বিরত থাকতে হবে, এবং ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

একিউআই স্কোরের মানদণ্ড অনুযায়ী:
> ০-৫০: ভালো,
> ৫১-১০০: মাঝারি,
> ১০১-১৫০: সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর,
> ১৫১-২০০: অস্বাস্থ্যকর,
> ২০১-৩০০: খুব অস্বাস্থ্যকর (এতে শিশু, প্রবীণ এবং অসুস্থরা বাড়ির ভেতরে থাকতে পরামর্শিত),
> ৩০১-৪০০: ঝুঁকিপূর্ণ (যা গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে)।

গত রোববার ঢাকার বায়ু মান ছিল ৪৫২, যা দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য হয়। ওইদিন ঢাকার ১০টি স্থানে বায়ুর মান ৩০০-এর বেশি ছিল, এবং গুলশানে দুটি স্থানে বায়ু মান ছিল ৭০০-এর ওপর।

পরিবেশবিদরা বলেন, যদি কোনো অঞ্চলে ৩ দিনের বেশি সময় ধরে বায়ু মান ৩০০-এর বেশি থাকে, তবে সেখানে স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি করা উচিত।