কলকাতা বিমানবন্দরে ২০ ঘণ্টা ধরে আটকা ২২০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৫, ০৯:২৯ AM

কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ২২০ জন বাংলাদেশি যাত্রী আটকা পড়েছেন। তারা সবাই মালয়েশিয়া থেকে ঢাকা ফিরছিলেন। গত ৫ জানুয়ারি রাতে কুয়ালালামপুর থেকে ঢাকা আসার পথে মালিন্দো এয়ারের (ফ্লাইট নম্বর ওডি-১৬২) একটি বিমান ঘন-কুয়াশার কারণে কলকাতায় জরুরি অবতরণ করে। বিমানে ২২০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি। বিমানটি রাত ৩টায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু ঘন-কুয়াশার কারণে এটি কলকাতায় অবতরণ করে।

যাত্রীদের অভিযোগ, ১৬ ঘণ্টা পার হয়ে গেলেও তাদের দেশে ফেরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এছাড়া, সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের কোনো প্রকার খাদ্য বা পানীয় সরবরাহ করা হয়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের খাদ্য, পানি এবং অন্যান্য জরুরি পরিষেবা দেওয়া হচ্ছে, তবে তাদের ফেরত যাওয়ার সঠিক সময় সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

বিমানের একজন যাত্রী রিয়াজ উদ্দিন ফাহাদী জানান, বিমানবন্দরে কিছু গুরুতর অসুস্থ যাত্রী রয়েছেন। তারা বিমানের ভারতীয় আঞ্চলিক অফিস বা কুয়ালালামপুরের সদরদপ্তরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সফল হননি।