বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৫, ১২:৪৪ PM

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। শীত বেড়ে যাওয়ায় জ্বালানির চাহিদা বেড়েছে, যার প্রভাব পড়েছে তেলের বাজারে। 

পর্যবেক্ষকরা বলছেন, চীনের প্রণোদনা প্যাকেজের কারণে বিনিয়োগকারীদের মনে আস্থা ফেরায় দাম বেড়েছে।

গতকাল সোমবার (০৬ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, সকালে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১৫ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ৭৬ দশমিক ৬৬ ডলারে উঠেছে। এ ছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টরমিডিয়েট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২২ সেন্ট বেড়ে ৭৪ দশমিক ১৮ ডলারে উঠেছে। 

ফলে গত ১১ অক্টোবরের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন সর্বোচ্চ। 

২০২৪ সালে তেলের দাম কমে ৭০ ডলারের মধ্যে ছিল। চলতি বছর তেলের দাম ৬০ ডলারে নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জেপি মরগ্যান।