হাইকোর্টে স্থগিত ঢাকা ওয়াসার এমডি নিয়োগ বিজ্ঞপ্তি
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ সংক্রান্ত রুলও জারি করেছেন আদালত। আজ সোমবার (৩ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটকারী পক্ষের আইনজীবী মামনুর রশিদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ঢাকা ওয়াসার এমডি পদে তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত করে এ রিট করেছিলেন মো. লিয়াকত আলী নামে এক ব্যক্তি। চলতি বছরের ১৪ আগস্ট এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা ওয়াসা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বাংলাদেশের নাগরিক, সুস্বাস্থ্যের অধিকারী এবং ন্যূনতম স্নাতকোত্তর বা বিএসসি (ইঞ্জিনিয়ারিং) বা সমমানের ডিগ্রিধারী যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরির অভিজ্ঞতা থাকলে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী অন্তত তৃতীয় গ্রেড বা সমমানের পদে থাকা লাগবে।
ঢাকা ওয়াসার এমডি প্রতিষ্ঠানটির দৈনন্দিন পরিচালনা ও উন্নয়ন কার্যক্রমের পরিকল্পনা এবং তদারকি করবেন। পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ অনুযায়ী এ দায়িত্ব পালনের কথা উল্লেখ ছিল বিজ্ঞপ্তিতে। পাশাপাশি পানি ও স্যানিটেশন খাত অথবা সাধারণ প্রশাসন ও ব্যবস্থাপনায় জ্যেষ্ঠ পর্যায়ে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকার শর্তও দেওয়া হয়েছিল।