নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত
জিয়া পরিবার ছাড়া কেউ দুই আসনে মনোনয়ন পায়নি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিয়া পরিবারের বাইরে বিএনপির কোনো নেতা দুই আসনে মনোনয়ন পাননি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, এবার কেউই পরিবারের একাধিক সদস্য বা একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, এতে করে বিএনপি নেতৃত্বে নতুনত্ব ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করার বার্তা দিয়েছে।
আজ সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মোশাররফ হোসেন বলেন, ‘এবার কোনো পরিবার থেকে দুইজন নির্বাচনে অংশ নেবে না। আপনি দেখেছেন, স্থায়ী কমিটির সদস্যদের পরিবারের কেউ দুটি আসন বা পরিবারের একাধিক সদস্য মনোনয়ন পায়নি।’
তিনি আরও বলেন, যেসব আসনে আজ নাম ঘোষণা করা হয়নি, সেসব আসনেও বিএনপি প্রার্থী দেবে। পাশাপাশি যুগপৎ আন্দোলনে শরিক দলগুলো থেকেও প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।
উল্লেখ্য, ২০১৮ সালের সংসদ নির্বাচনে বিএনপির একাধিক শীর্ষ নেতার পরিবার থেকে একাধিক সদস্য এবং একই নেতা দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সে সময় খন্দকার মোশাররফ ও তাঁর ছেলে মারুফ হোসেন, মির্জা আব্বাস ও তাঁর স্ত্রী আফরোজা আব্বাস, এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুটি আসনে লড়েছিলেন। এছাড়া স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও তাঁর বেয়াই নিতাই রায় চৌধুরীকেও মনোনয়ন দেওয়া হয়েছিল।