নাসীর উদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে যুবদল নেতার মানহানির মামলা  

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক   নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫, ০৪:৩১ PM

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ঢাকার আদালতে মামলা হয়েছে। 

আজ সোমবার (৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইনের আদালতে মামলাটি করেন যুবদলের আরেক নেতা কাজী মুকিতুজ্জামান।

মামলার বাদীর আইনজীবী মাহাদী হাসান জুয়েল বলেন, আদালত মামলাটি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে যুবদল নেতা নয়নকে উদ্দেশ্য মানহানিকর বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে তিনি বলেছেন, ‘জুলাই সনদ নিয়ে একটি বড়দল গুণ্ডামি করছে, ঢাকা মহানগরের একজন নেতা আছে নয়ন, ও একা যে পরিমাণ চাঁদাবাজি করেছে এবং দুর্নীতি করেছে, এ টাকা দিয়েও বাংলাদেশে একটা গণভোট সম্ভব। আমরা উনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি, উনাদের মাথা ক্লিন হয় নাই, বডিও ক্লিন হয় নাই; এখন আমার মনে হয় ওনাদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে।’

এজাহারে উল্লেখ করা হয়, আসামির এই বক্তব্য বিভিন্ন টেলিভিশন চ্যানেল, অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়। আসামির দেওয়া মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্যের মাধ্যমে বিএনপি ও রবিউল ইসলাম নয়নের সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।