দুর্নীতির টাকা ফেরত দিলে ক্ষমার ঘোষণা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের
দুর্নীতি মোকাবেলায় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবৌ সুবিয়ানতো বলেছেন, যারা চুরি করেছে তারা সেসব ফেরত দিলে তিনি তাদেরকে ক্ষমা করে দিতে পারেন।
মিশর সফরের সময় বুধবার কায়রোতে বিশ্ববিদ্যালয়ের শত শত ইন্দোনেশিয়ান শিক্ষার্থীদের সামনে এক বক্তৃতায় তিনি বলেন, আসন্ন সপ্তাহ অথবা মাসের মধ্যেই অবৈধ টাকা পুনরুদ্ধারে তিনি একটি পরিকল্পনা বাস্তবায়ন করবেন।
"দুর্নীতিবাজরা অথবা যারা মনে করছেন তারা মানুষের কাছ থেকে চুরি করেছেন, যদি আপনি যা চুরি করেছেন তা ফেরত দেন, তবে আমরা আপনাকে ক্ষমা করতে পারি। কিন্তু দয়া করে তা ফেরত দেবেন," বলেন প্রাবৌ।
প্রাবৌ তার পরিকল্পনার বিষদ বিবরণ দেননি, তবে বলেছিলেন, তার সরকার অন্যায়কারীদের কাছ থেকে চুরি যাওয়া মাল ফেরত আনার ব্যাপারে বিচক্ষণতার সঙ্গে বেশ কিছু উপায় বের করেছেন।
গত ২০ অক্টোবর প্রাবৌ ক্ষমতা গ্রহণ করেন এবং দুর্নীতি নির্মুল করার শপথ নিয়েছেন। তিনি বড় বাজেটের রাষ্ট্রীয় কর্মকর্তাদের বেতন বৃদ্ধির মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করার একটি 'বাস্তবমুখী' পদ্ধতি প্রবর্তন করেছেন।
বিশেষজ্ঞরা তার পূর্বসূরি জোকো উইদোদোর ১০ বছরের শাসনকালে ইন্দোনেশিয়ার দুর্নীতিবিরোধী অভিযানে মন্থরতা তুলে ধরেছেন।
প্রাবৌ ইন্দোনেশিয়ার যে কোন নাগরিক যারা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত প্রণোদনা পেয়েছেন 'তাদের বাধ্যবাধকতা পরিশোধ করতে' সতর্ক করেছেন।
বিষদ বিবরণ না দিয়ে তিনি বলেছেন, "যতক্ষণ আপনি আইন মেনে আপনার দায়িত্ব পালন করবেন, ততক্ষণ আমরা সামনের দিকে তাকাবো, অতীতে যা ঘটেছিল আমরা তা তুলে ধরবো না।"
এর আগে ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট উইদোদো ট্যাক্স সম্মতি বাড়ানোর লক্ষ্যে কর ক্ষমা কর্মসূচি হাতে নেয়, যার মাধ্যমে যেসব ব্যক্তি কর প্রদান করেনি তাদের সুবিধা প্রদান করা হয়।
আল জাজিরা থেকে অনূদিত