উগান্ডায় হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৪, ০৭:৩১ PM

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। 
আজ শনিবার (২০ জানুয়ারি) উগান্ডার রাজধানী কাম্পালায় তাঁরা এ বৈঠক করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কাম্পালায় ১৯তম জোটনিরপেক্ষ আন্দোলন (ন্যাম) শীর্ষ সম্মেলনে যোগ দেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় সাইড লাইনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানান ড. এস জয়শঙ্কর। উভয় নেতা পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় ও দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার উপায় নিয়ে আলোচনা করেন। তাঁরা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন নয়াদিল্লি সফর নিয়েও আলোচনা করেন।

১৯তম ন্যাম ও তৃতীয় সাউথ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন ড. হাছান মাহমুদ।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মাদ এ মুহিত পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সম্মেলনে যোগ দিয়েছেন।

এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর এক বার্তায় বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক মজবুত থেকে আরও মজবুত হচ্ছে।

এক্সে করা পোস্টে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে একটি ছবিও যুক্ত করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় হাছান মাহমুদকে অভিনন্দন জানান তিনি। 

এস. জয়শঙ্কর বলেন, ‘কাম্পালায় আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোহাম্মদ হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করে ভালো লাগছে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁকে অভিনন্দন জানাই। একই সঙ্গে তার সফলতা কামনা করি।’

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক মজবুত থেকে আরও মজবুত হচ্ছে উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আশা করছি শিগগির দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোহাম্মদ হাছান মাহমুদের সঙ্গে দেখা হবে।’