গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১২:৫৩ PM

ওয়েব ব্রাউজার গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য আসছে বড় সুখবর! ব্রাউজারের নতুন আপডেটে যুক্ত হচ্ছে এমন এক চমৎকার ফিচার, যা স্বয়ংক্রিয়ভাবে অপ্রয়োজনীয় ও বিরক্তিকর নোটিফিকেশন বন্ধ করে দেবে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, যদি ব্যবহারকারী কোনো ওয়েবসাইটের সঙ্গে দীর্ঘ সময় যোগাযোগ না করেন বা ইন্টারঅ্যাকশন বন্ধ থাকে, তাহলে ক্রোম স্বয়ংক্রিয়ভাবে সেই সাইটের নোটিফিকেশন অনুমতি বাতিল করবে। ফলে ব্রাউজিংয়ের সময় অতিরিক্ত নোটিফিকেশনের ঝামেলা অনেকটাই কমে যাবে।

এই ফিচারটি ক্রোমের বিদ্যমান ‘সেইফটি চেক’ ফিচারের মতো কাজ করবে। গুগল জানিয়েছে, এটি ধীরে ধীরে অ্যান্ড্রয়েড ও ডেস্কটপ উভয় সংস্করণে চালু করা হবে।

ব্যবহারকারীরা চাইলে ক্রোমের সেটিংস থেকে এই স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ বন্ধ করার সুযোগও পাবেন।

ব্যবহারকারীরা গড়ে প্রাপ্ত নোটিফিকেশনের মাত্র ১ শতাংশেরও কম-এর প্রতি সাড়া দেন। তাই নতুন ফিচারটি চালু হলে অপ্রয়োজনীয় বার্তা কমে যাবে এবং গুরুত্বপূর্ণ নোটিফিকেশনে মনোযোগ বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।