ক্যাচ ধরা সেই পুলিশের সঙ্গে দেখা করলেন সৌম্য, যে কথা হলো

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১০:৪২ AM

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে এক ক্যাচ যেন বদলে দিয়েছে পুলিশ কর্মকর্তা রায়হান হোসাইনের জীবন। মিরপুরে তৃতীয় ওয়ানডেতে মাঠের বাইরে দুর্দান্ত এক ক্যাচ নেন তিনি। যার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় নেট দুনিয়ায়। মিলিয়ন, মিলিয়ন ভিউ হয় সেই ক্যাচ ধরার ভিডিওতে। রায়হান জানান, ম্যাচ শেষে সৌম্যর সঙ্গে দেখা হয় তার। তাকে উপহারও দেন তিনি।

যথারীতি নিজের দায়িত্ব পালন করছিলেন রায়হান। তখনই দেখেন উইন্ডিজ ক্রিকেটার আকিলের হাঁকানো বল তার দিকে আসছে। ঠিক সেই মুহূর্তে কী ভেবেছিলেন প্রশ্নের জবাবে রায়হান বলেন, ‘আমি কখনো ভাবি নাই আর পরিকল্পনাও ছিল না যে আমি ক্যাচ ধরব। হঠাৎ দেখলাম বলটা ফ্লাই করল। তখন আমার কাছে মনে হয়েছে যে বলটা বাউন্ডারির বাইরে আসবে এবং আমার কাছেই আসবে। আমার কনফিডেন্ট ছিল যে, যদি আমি একটু এগিয়ে যাই তাহলে ক্যাচটা ধরতে পারব। এভাবেই আমি এক কদম এগিয়ে ক্যাচটা ধরি।’

দারুণ সেই ক্যাচ ধরা নজর এড়ায়নি সেই সময় বাউন্ডারি লাইনে ফিল্ডিং করা সৌম্য সরকারেরও। হাতের ইশারায় ম্যাচ শেষে রায়হানকে দেখা করতে বলেন তিনি। রায়হানও কথামতো চলে যান ড্রেসিংরুমে। দেখা করেন সৌম্যর সঙ্গে। পুলিশ কর্মকর্তার প্রশংসা করে তাকে উপহারও দেন সৌম্য।

এ প্রসঙ্গে রায়হান বলেন, ‘ক্যাচ ধরার পর বলটা রিশাদ হোসেনের কাছে ফিরিয়ে দেয়। সৌম্য সরকার ভাই নিজে হাত ইশারায় আমাকে ডাক দিয়েছে। দিয়ে বলল যে, তুমি একটু দেখা কইরো। ডিউটি শেষে ড্রেসিংরুমে তার কাছে গিয়েছিলাম সে দেখে ডাক দিয়েছে। বলল যে, জার্সি দেওয়া যেত কিন্তু এটা ম্যান অব দ্য ম্যাচের স্মৃতি হিসেবে রাখা। পরে অটোগ্রাফসহ আমাকে একটা ক্যাপ দিয়েছে। এটা আমি রেখে দিয়েছি।’