জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্পের আঘাত; সুনামি সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৪, ০২:০১ PM

ভূমিকম্পের দেশ বলা হয় দূরপ্রাচ্যের দেশ জাপানকে। এবার জাপানে ৭ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের পর ইশিকাওয়া, নিগাতা ও তোয়ামা অঞ্চলের উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া সংস্থা।

আজ সোমবার (১ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এছাড়া একই তথ্য জানিয়েছে স্কাই নিউজ, আল আরাবিয়্যা, হিন্দুস্তান টাইমস ও টাইমস অব ইন্ডিয়া।

জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে টিভির খবরে বলা হয়েছে, হোকুরিকু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, তারা তাদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে কোনো অনিয়ম আছে কিনা তা খতিয়ে দেখছে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ইশিকাওয়া ও এর আশেপাশের প্রশাসনিক অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে।
এনএইচকে টিভি সতর্ক করে দিয়ে বলেছে, পানির স্রোত ৫ মিটার (১৬.৫ ফুট) পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে এবং জনগণকে যত দ্রুত সম্ভব উঁচু ভূমি বা নিকটবর্তী ভবনের চূড়ায় চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।

এনএইচকে জানিয়েছে, ইশিকাওয়া প্রিফেকচারের ওয়াজিমা শহরের উপকূলে এক মিটারেরও বেশি উচ্চতার ঢেউ আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।