ভানুয়াতুতে ৭.১ মাত্রার ভূমিকম্পের আঘাত

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৩ AM

দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ছোট্ট একটা দ্বীপরাষ্ট্র ভানুয়াতু। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দেশটিতে আঘাত হেনেছে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে দেশটির দক্ষিণাঞ্চলে আঘাত হানে এ ভূমিকম্প। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে দেশটিতে সুনামি সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বলছে, মাটির ৩৫ কিলোমিটার গভীরে আঘাত হানে এ ভূমিকম্প।

যদিও প্রাথমিকভাবে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প বলা হলেও পরবর্তীতে সেই তথ্য পরিবর্তন করে সংস্থাটি।

সংস্থাটি আরও জানায়, গ্রিনিচ সময় দুপুর ১২টা ৫৬ মিনিটে রাজধানী পোর্ট ভিলা থেকে ৩৩৮ কিলোমিটার এবং ইসানগেল শহর থেকে ১২৩ কিলোমিটার দূরে সমুদ্রতীরের দূরবর্তী একটি অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।

অপরদিকে প্রশান্ত মহাসাগর সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে সৃষ্ট বিপজ্জনক ঢেউ ভূমিকম্পের কেন্দ্র থেকে ৩০০ কিলোমিটার দূরে এবং ভানুয়াতু ও নিউ ক্যালেডোনিয়া উপকূল পর্যন্ত যেতে পারে।

উল্লেখ্য, ওশেনিয়া অঞ্চলের দেশ ভানুয়াতুতে তিন লাখ ২০ হাজার মানুষের বসবাস। এখানে ভূমিকম্প খুবই সাধারণ ঘটনা। এটি মূলত একটি নিচু দ্বীপপুঞ্জ, যা সিসমিক রিং অব ফায়ারে অবস্থিত। রিং অব ফায়ার হলো তীব্র টেকটোনিক কার্যকলাপের একটি চাপ, যা দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অববাহিকাজুড়ে বিস্তৃত।