ভারত-পাকিস্তান সংঘাত থামানোর আহ্বান ট্রাম্পের

প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হওয়া হামলা–পাল্টা হামলা থামানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে স্থানীয় সময় বুধবার তিনি এ আহ্বান জানান বলে এক প্রতিবেদেন জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদন বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ভারত ও পাকিস্তানকে অবিলম্বে লড়াই বন্ধ করার আহ্বান জানিয়েছেন এবং পারমাণবিক শক্তিধর দু দেশের মধ্যে দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতা বন্ধে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন।

ট্রাম্প বলেন, ‘এটা খুবই ভয়াবহ। আমি উভয়ের সাথেই একমত, আমি উভয়কেই খুব ভালোভাবে জানি এবং আমি সমাধান দেখতে চাই। আমি তাদের থামা দেখতে চাই।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা একে অপরের প্রতি হামলা চালিয়েছে, তাই আশা করি তারা এখন থামতে পারবে।’

ট্রাম্প বলেন, ‘আমরা উভয় দেশের সাথেই খুব ভালোভাবে মিশে আছি, উভয়ের সাথেই ভালো সম্পর্ক। আমি এটি বন্ধ দেখতে চাই।’ 

দু দেশের সংঘাত থামাতে সহায়তার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘যদি সাহায্য করতে হয়, আমি তা করব।’

গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটে। এ নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় ভারত-পাকিস্তানের মধ্যে। ভারত ওই হামলার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করলেও পাকিস্তান তা অস্বীকার করে আসছে।

এর মধ্যেই মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। এ হামলায় এখন পর্যন্ত ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। কাশ্মীরে হামলা চালিয়েছে পাকিস্তানও। এতে প্রাণ গেছে অন্তত তিনজনের।